Message from Advisor

Home Message from Advisor

উপদেষ্টার বানী


বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য সহায়ক জনবল তৈরির বিকল্প কোনো উপায় নেই। রাষ্ট্রের প্রতি জনগণের একটি আকাংখা হল স্বাস্থ্যসেবা। দেশকে দারিদ্রমুক্ত করতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা খুবই জরুরি। এ কারণে সরকার সংবিধান ও আন্তর্জাতিক সনদের আলোকে সর্বস্তরের মানুষের জন্য চিকিৎসা অধিকারকে একটি বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে একটি জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করেছে।

জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার হাসপাতাল ছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করলেও সরকার তার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। পর্যাপ্ত মানসম্পন্ন জনবলের অভাব।

তাই স্বাস্থ্য খাতের উন্নতির জন্য চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্য সংশ্লিষ্ট কোর্সের সুদূরপ্রসারী পরিকল্পনা থাকা প্রয়োজন। যার মাধ্যমে স্বাস্থ্যসেবায় একদল মানসম্পন্ন স্বাস্থ্যকর্মী তৈরি হবে। সেই লক্ষ্য অর্জনে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের নিজস্ব বিল্ডিং এবং সমস্ত আধুনিক এবং আন্তর্জাতিক মানের ডিজিটাল কলেজ ক্যাম্পাস রয়েছে। যেখানে তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাসের পাশাপাশি বিভিন্ন সভা, সেমিনার, কনফারেন্সের মাধ্যমে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে আপডেট রাখা হয়।

 

 

মোঃ হযরত আলী

উপদেষ্টা

আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ, নাটোর।