অধ্যক্ষের বার্তা
সর্ব
প্রথমে আমি রেহেনা খাতুন সকলকে “আমজাদ খান চৌধুরী নাসিং কলেজের” পক্ষ থেকে জানাই শুভেচ্ছা
ও অভিনন্দন।
ঐতিহ্যবাহী রাণী ভবানী ও বনলতা সেনের শহর নাটোর এর প্রাণকেন্দ্রে স্বপ্ন দেখেছিলেন প্রয়াত জনাব মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অবঃ)। তিনি সব সময় ভাবতেন সুন্দর একটি কর্মক্ষেত্র তৈরী করবেন আপামর জনতাদের জন্য। সেখান থেকেই সূচনা ঘটে “প্রাণ-আরএফএল” গ্রুপের। পরে তাঁর অক্লান্ত পরিশ্রম ও ঐকান্তিক চেষ্টার ফলে প্রতিষ্ঠানটির প্রসার ঘটে। জনাব আমজাদ খান চৌধুরী এক জন সুবিবেচক ব্যক্তি ছিলেন। তিনি অনুভব করেছিলেন চিকিৎসা সেবার কথা। তাঁর এই স্বপ্নও বাস্তবে রূপ নিল। তিনি গরীব অসহায় ও স্থানীয় মানুষের স্বাস্থ্য সেবা দেবার জন্য তৈরী করলেন অত্যাধুনিক মানের একটি হাসপাতাল। সাথে স্বাস্থ্য খাতে শিক্ষার কথা ভেবে তৈরী করলেন একটি আধুনিক মানের নার্সিং কলেজ ভবন। অতীব দুঃখের বিষয় তাঁর জীবদশায় তিনি হাসপাতাল এবং নার্সিং কলেজের উদ্বোধন করে যেতে পারেন নি। কিন্তু তাঁর সুযোগ্য পুত্র ও কন্যারা তাঁর স্বপ্নকে কোন ভাবেই বিফলে যেতে দেননি। তাঁর সুযোগ্য পুত্র, কন্যারা হাসপাতালের শুভ উদ্বোধন করান ১৮ই জুলাই ২০১৫ সালে জনাবা সাবিহা আমজাদ চৌধুরীকে দিয়ে। যিনি ছিলেন প্রয়াত জনাব মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অবঃ) এর জীবনসঙ্গিনী। তারই সাথে আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ এর শুভ উদ্বোধন হলো ২০২০ সালে। এই কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারী কাউন্সিল কর্তৃক নিবন্ধিত, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃক অধিভুক্ত।
আমাদের নার্সিং কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য
হলোঃ
Ø শিক্ষিত ও দক্ষ মানের নার্স তৈরী করা।
Ø স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করা।
Ø দেশে ও বিদেশে দক্ষ নার্সদের মাধ্যমে উন্নত সেবা প্রদান
নিশ্চিত করা।
Ø দেশকে আর্থিক ও নৈতিক ভাবে সাবলম্বী করে গড়ে তোলা ।
Ø সর্বপরি আমাদের নার্সিং কলেজকে বিশ্ব দরবারে উপস্থাপন করা।
আমাদের
এই নার্সিং কলেজের বৈশিষ্ট হলো অত্যাধুনিক ও নার্সিং শিক্ষার যুগপোযোগী যন্ত্রপাতি,
মডেল, তৈজস পত্র দ্বারা সজ্জিত সুবিশাল ৭টি ল্যাব যেমনঃ-
§ এনাটমি
§ ফিজিওলজি
§ মাইক্রোবায়োলজী
§ ফান্ডামেন্টাল
§ মিডওয়াইফারী
§ নিউট্রিশন ও ডায়েটিকস
§ কম্পিউটার ল্যাব
আরো
রয়েছে আধুনিক মানের ইন্টারনেট সহ আইটি ল্যাব, পর্যাপ্ত পরিমান বই ও আসন বিন্যাস সহ
শীতাতপ নিয়ন্ত্রিত লাইব্রেরী কক্ষ। প্রতিটি শ্রেনীকক্ষ আধুনিক মাল্টিমিডিয়া ও বৃহৎ
আকারের মনিটর দ্বারা সজ্জিত। ক্লাশ পরিচালনার জন্য রয়েছে উচ্চ শিক্ষিত অভিজ্ঞ শিক্ষক
মন্ডলী। শিক্ষক মন্ডলীর মধ্যে রয়েছে বিভিন্ন মেডিকেল কলেজের স্বনামধন্য এবং অভিজ্ঞতা
সম্পূর্ণ অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, নার্সিং ইনস্ট্রাকটর বৃন্দ। যাদের
সিংহ ভাগই পিএইচডি, এমপিএইচ/ মাস্টার্স পাশ করা।
ছাত্র
ছাত্রীদের জন্য রয়েছে নিজস্ব আধুনিক সুন্দর মানের আবাশন ব্যবস্থা ও সল্প খরচে মান সম্মত
খাবারের ব্যবস্থা, মনোরম পরিবেশে শরীরচর্চা সহ খেলাধুলার ব্যবস্থা । সার্বক্ষনিক নিরাপত্তার
ব্যবস্তা সহ হোস্টেলে দেখভাল করার জন্য রয়েছে অভিজ্ঞ হোস্টেল সুপার এবং হাউজ কিপার।
পড়াশুনার জন্য রয়েছে সুসজ্জিত স্টাডি রুম এছাড়া বিনোদনের জন্য রয়েছে সকল সুব্যবস্থা
। আমি এই প্রতিষ্ঠানে কাজ করে অনেক গর্বিত অনুভব করছি। সেই সাথে পরম করুণাময় সৃষ্টিকর্তাকে
অশেষ কৃতজ্ঞতার সাথে স্বরণ করি যেন, এই প্রতিষ্ঠানটি উত্তর উত্তর আরো সমৃদ্ধি ও সুনামের
সহিত সামনের দিকে অগ্রসর হয় ।
ধন্যবাদ
ও কৃতজ্ঞতায়
প্রিন্সিপাল
রেহেনা খাতুন
আমজাদ খান চৌধুরী নার্সিং কলেজ
চাদপুর,
পীরগজ্ঞ, নাটোর।
০১৭০৪-১৫৫৯৯৯